UGV member’s met the UGC Chairman
By Shahin
৭ আগস্ট ২০১৯ তারিখে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (UGC) মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহিদুল্লাহ মহোদয়ের সাথে ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ - ইউজিভির সম্মানিত ট্রাষ্টি গনের সৌজন্য সাক্ষাৎ ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক সকল বিষয় নিয়ে আলোচনা হয়। মঞ্জরী কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য কর্মকর্তা গন ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (ইউজিভি) র শিক্ষা কার্যক্রম ও সার্বিক উন্নয়নে সন্তুষ্টি প্রকাশ করেন। পাশাপাশি গত দু একদিন আগে কিছু পত্রিকায় প্রকাশিত সংবাদ নিয়ে UGC পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের নামে যে নিউজ পত্রিকা প্রকাশ করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। এ ব্যাপারে UGC শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন যে, কোন পত্রিকার এ ধরনের বক্তব্য গ্রহনযোগ্য নয় এবং শুধুমাত্র UGC কর্তৃক কোন বিজ্ঞপ্তি প্রকাশিত না হলে এসব অপপ্রচার বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
good